সোমবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজরা জাবীন গত ২৫ আগস্ট এবং ৩১ আগস্ট ২০২৫ তারিখের ’দৈনিক খবরের আলো’ নামক পত্রিকায় আশুলিয়া ইউনিয়ন পরিষদ নিয়ে দুই পর্বে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদে শিল্প প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে এবং সরকারি কর কমানোর প্রলোভন দেখিয়ে মোটা অংকের ঘুষ আদায় করার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বাস্তবে এর কোনো ভিত্তি নেই বলে জনাব আজরা জাবীন দাবী করেন। এছাড়া এ্যাসেসমেন্ট বাবদ ৭ লক্ষ ৭০ হাজার টাকা কর এর ক্ষেত্রে দূর্নীতি প্রসংগে তিনি বলেন, আশুলিয়া ইউনিয়নে এতো বড় অংকের কর প্রদানের মতো প্লাস্টিক কারখানার কোনো অস্তিত্বই নেই, সুতরাং এক্ষত্রে দুর্ণীতির প্রশ্নই আসে না।

এহেন ভুয়া সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও পারিবারিক সম্মান ক্ষুন্ন হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি এধরণের মিথ্যা তথ্য প্রচার করা থেকে সকলকে বিরত থাকার এবং প্রকাশিত সংবাদটির যথাযথ সংশোধনী প্রকাশ করে জনসমক্ষে সত্য তথ্য তুলে ধরার জোর দাবী জানান।