শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

প্যারিস অলিম্পিক: সোনা জিতল স্পেন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

১৯৯২ সালে বার্সেলোনায় ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলে প্রথম সোনা জিতেছিল স্পেন। গত বছর সুযোগ এসেছিল দ্বিতীয়বার এই সাফল্য পাওয়ার। কিন্তু ফাইনালে ব্রাজিলের কাছে হার মানতে হয়েছিল। দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে সেই আক্ষেপ এবার ঘুচালো তারা।

গতকাল শুক্রবার অলিম্পিকের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনার পদক গলায় ঝুলিয়েছেন স্পেনের ফুটবলাররা। ফাইনাল হেরে ফরাসি অলিম্পিক দলের সোনা পুনরুদ্ধারের অপেক্ষা আরও বাড়ল। ইউরো চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেও শিরোপা উৎসব করল স্প্যানিশরা।

পার্ক দ্য প্রিন্সেসে অবশ্য শুরুটা দারুণ করেছিল ফ্রান্স। এগারতম মিনিটেই এনজো মিলোতের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে স্পেন।

জোড়া গোল করে স্প্যানিশদের পথ দেখান ফেরমিন লোপেজ। বার্সেলোনার এই ফরোয়ার্ড স্পেনের ইউরোজয়ী দলের সদস্য ছিলেন। ২৮ মিনিটে ব্যবধান আরো বাড়ান আলেহান্দ্রো বায়েনা। দুই গোলের লিড স্পেন ধরে রেখে জয়ের পথ মসৃণ করে ফেলে।

তবে ৭৯ মিনিটে আকিলিউচে গোল করে ফরাসিদের ব্যবধান কমান। সেখান থেকে প্রেরণা খুঁজে শেষ পর্যন্ত ম্যাচেও ফিরে আসে ফ্রান্স। স্পেন যখন জয়ের অপেক্ষায় তখনই পেনাল্টি পায় স্বাগতিকরা। জন ফিলিপ মাতেতা সফল স্পট কিকে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে ম্যাচের ভাগ্য নিয়ে যান অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত স্পেনের।

একশ মিনিটের মাথায় স্পেনকে লিড এনে দেন বদলি নামা সের্হিয়ো ক্যামেও। আর শেষ মিনিটে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ডই। তাতেই সোনার পদক নিশ্চিত হয়ে যায় স্প্যানিশদের।