পূর্ব শক্রুতার জের ধরে সাভারে ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি হাজী
মোবারক হোসেন খোকনকে (৩৭) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
এঘটনায় রহমত উল্লাহ নামের এক জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গভীর রাতে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় এঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায় গতকাল রাতে সাভারের কর্ণপাড়া এলাকায় নিজ বাড়িতে
ফিরছিলেন ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি মোবারক হোসেন
খোকন। এসময় পূর্ব শক্রুতার জের ধরে সন্ত্রাসী রহমত
উল্লাহ,সেন্টু,শাওন,সাব্বির,সোহান,আসলাম,বুলবুল,মন্টু ও রাসেদ তাকে
ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে এসময় সন্ত্রাসীরা তাকে মৃত
ভেবে তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট
করে পালিয়ে যায়। পরে ¯ত্নীয়রা আশঙ্কাজনক, মোবারক হোসেন
খোকনকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ
এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা¯’ল
পরিদর্শন করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির বলেন
বিষয়টি তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবত্ত নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের
প্র¯‘তি চলছে।
সাভার-ঢাকা