শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত , আহত ৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ি খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও চারজন সদস্য।

শুক্রবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ৫ জন সদস্য ফাঁড়ি থেকে ডিউটির গাড়িতে রওনা দেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা একজন কনস্টেবল নিহত হন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিউটি চলাকালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।