সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুরান ঢাকায় আগুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠের পাশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিল। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।