বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষায় সেলিম ব্রিকস এবং এএলবি ব্রিকস নামে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওই দুই ইটভাটায় কাঁচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট আইনে দুই লাখ করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের এ দুটি প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ইটভাটাকে জরিমানার পাশাপাশি ভাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব অনুমতিপত্র প্রদর্শন ও সংরক্ষণ ব্যতীত কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে মঠবারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম বলেন, কাঁচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ইটভাটা প্রতিষ্ঠান মালিককে দুই লাখ করে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ইটভাটা আইন ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান চলমান থাকবে।