রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাজিরবাগ চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিক আপের ধাক্কায় কাজী আব্দুল কাদের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক (হাসপাতালে) নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল কাদের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাজিরবাগ গ্রামের মৃত কাজী মাহাতাব উদ্দিনের ছেলে।

নিহতের ভাই কাজী পলাশ হোসেন জানান, আমার বড় ভাই আজ রাত সাড়ে আটটার দিকে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।