সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পার্টিতে বন্ধ রুমে মত্ত বিবাহিত নায়ক-নায়িকা, টলিপাড়ায় তোলপাড়

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ জুন, ২০২৫

টলিপাড়ার অন্দরে প্রেমে পড়া, সম্পর্কের ভাঙা-গড়া, পরকীয়া—এসব নতুন কিছু নয়। দিন কয়েক আগে জনপ্রিয় তারকা দম্পতি যশ ও নুসরাত জাহানের সংসার ভাঙার খবর শোনা যাচ্ছিল। 

এবার ফিসফাস শুরু আর এক নায়ক-নায়িকাকে ঘিরে। তারা নাকি কলকাতায় এক প্রভাবশালী ব্যক্তির আয়োজন করা পার্টিতে বন্ধ রুমে একে অন্যের সঙ্গে মত্ত ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে টলিপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। তবে বিবাহিত সেই নায়ক-নায়িকার নাম প্রকাশ করেনি গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, টলিউডের সেই নায়ক বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। অন্যদিকে অভিনেত্রী টলিপাড়ার দাপুটে নায়িকাদের তালিকায় অন্যতম। দুজনেরই আলাদা সংসার রয়েছে।

যে কারণে পার্টিতে বন্ধ রুমে তাদের একসঙ্গে দেখেই চোখ কপালে উপস্থিত সকলের। দু’জনেরই সংসার আছে, আলাদা আলাদা। তাদের এভাবে দেখবেন, তা অনেকেই ভাবতে পারেননি!

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শহরের এক প্রভাবশালী ব্যক্তি আয়োজন করেছিলেন সেই পার্টির। যেখানে আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার তাবড় অভিনেতা, প্রযোজক, পরিচালকেরা। সেখানেই এমন দৃশ্য দেখে সবার চোখ কপালে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রুমের দরজা বন্ধ ছিল। তাই নাকি নিশ্চিন্তে একে অন্যকে চুম্বনে মত্ত ছিলেন নায়ক-নায়িকা। কোনো হুঁশই ছিল না দুজনের। স্বজ্ঞানে ফিরতেই অস্বস্তিকর পরিস্থিতি। পার্টির অনেকেই ভাবতে পারেননি, এমন দৃশ্যের সাক্ষী থাকতে হবে।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এমনিই আলোচনার শেষ নেই। নায়ক এবং নায়িকার বিয়ের আগে অনেক বিতর্ক হয়েছে। দু’জনেরই প্রেমের বিয়ে। তবুও এই কাণ্ডের পরে এখন সংসারেও কী প্রভাব সৃষ্টি হয় সেটাই দেখার বিষয়।