রাজনীতি যে খুব একটা ভালো লাগছে না, সেটা আগেই স্বীকার করেছেন কঙ্গনা রানাউত। খাল পরিষ্কার করা বা রাস্তা মেরামত করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হচ্ছে না অভিনেত্রীর।
রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। তার এই মন্তব্যের জেরে নাকি অসন্তুষ্ট পদ্ম শিবির। এবার ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে কঙ্গনার ব্যবহার ভালোভাবে গ্রহণ করেননি নেটপাড়ার একাংশ। বিজেপি সাংসদকে নিয়ে কটাক্ষ চলছে নেটপাড়ায়।
গত বছর হিমাচলপ্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। কিন্তু কাজের চাপ এমনই, তিনি খুশি নন। বরং সাংসদ-অভিনেত্রী মনে করছেন তার তুলনায় বিধায়ক পঞ্চায়েত প্রধানদের অবস্থাও ভালো।
এবার প্রকাশ্যে তার সংসদীয় এলাকায় এক জনসভার ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, এক বৃদ্ধ অভিনেত্রী পায়ের কাছে বসে তার সমস্যা সমাধানের জন্য বার বার সাহায্য চাইছেন।
বিরক্ত কঙ্গনাকে বলতে শোনা যায়, ‘‘আপনার এই সমস্যাগুলি মুখ্যমন্ত্রী দেখার কথা। তার কাছে আবেদন করুন।’’
এই ভিডিও প্রকাশ্যে আসতে কঙ্গনাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, হয়তো রাজনীতিতে থাকতে চাইছেন না বলেই এমন সব কাণ্ড ঘটাচ্ছেন।
আবার কারো মন্তব্য, কঙ্গনা কখনোই বড়দের সম্মান করতে জানেন না। তিনি জনপ্রতিনিধি হলেও, তার আচরণ সাধারণ মানুষের পক্ষে কথা বলে না।
রাজনীতিতে পরিশ্রম করতে হয় ঠিকই। তবে এত পরিশ্রম আশা করেননি অভিনেত্রী। তাই তিনি বলেছেন, “আমি ভাবিনি, এতটা পরিশ্রম করতে হয়। আমাকে যখন কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন জানানো হয়, ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই হবে। বাকি দিনগুলোয় নিজের কাজ করা যাবে। তবে বাস্তব চিত্র তেমন নয়।’’