শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

পাবনায় নসিমন- অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী শ্রীপুর এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আজিজুল ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঁথিয়া থেকে পাবনা হয়ে আটঘরিয়ার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। আর নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিসয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নসিমনের চালক পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।