1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাক-ভারত উত্তেজনার মাঝে ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

পাক-ভারত উত্তেজনার মাঝে ইসলামাবাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান ও ভারতের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই এক দিনের সফরে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে পৌঁছেছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তোলা হলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান বলেছে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যেখানে নয়াদিল্লি পাকিস্তানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পেহেলগামে হামলার ঘটনা ঘিরে চলমান উত্তেজনা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মাঝে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের। সেই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে উপমহাদেশে উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনা হবে।

সোমবার ইসলামাবাদ বিমানবন্দরে আব্বাস আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের পশ্চিম এশিয়া বিষয়ক অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
একদিনের এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উচ্চ পর্যায়ের এই সফর পাকিস্তান ও ভ্রাতৃপ্রতিম ইরানের মধ্যকার গভীর ও দৃঢ় সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে তা পারস্পরিক সহযোগিতা জোরদারে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

এদিকে, পাকিস্তান সফরের পর চলতি সপ্তাহের শেষের দিকে নয়াদিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। তবে এই সফর পূর্বনির্ধারিত নাকি সাম্প্রতিক সংকটের পরিপ্রেক্ষিতে হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করবে। অন্যদিকে, ভারত এখন পর্যন্ত পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার কোনও জবাব দেয়নি। বরং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে কাশ্মির ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে।

চিরবৈরী প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি প্রতিবেশী দুই দেশের উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের দূতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ‘‘আগ্রাসী পদক্ষেপ’’ নিয়ে ব্রিফিং আয়োজনের নির্দেশ দিয়েছে পাকিস্তান। ভারতের আগ্রাসী পদক্ষেপকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসলামাবাদ।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট