রাজধানীর পল্লবী থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশের একটি দল।
আটককৃতদের নাম-মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিম। আটকের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ মার্চ ২০২৩ খ্রি.) রাত ৮:৪৫টায় পল্লবীর বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ আরো জানায়, গোপন সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অবস্থান করছিলো। এ তথ্যের ভিত্তিতে থানা পুলিশেরে একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র-
গুলি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।