রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলাশ ও হামিনের মেলবন্ধনে নতুন গান ‘খুঁজি তোমায়’

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নতুন গান ‘খুঁজি তোমায়’ প্রকাশ করলেন ওয়ারফেইজ ব্যান্ডের জনপ্রিয় ভোকাল পলাশ নূর। এতে গিটার ও কণ্ঠে অংশ নিয়েছেন মাইলস ব্যান্ডের কিংবদন্তি সদস্য হামিন আহমেদ, আর ড্রামসে ছিলেন সৈয়দ জিয়াউর রহমান তুর্য।

গত ১৭ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে এক মিউজিক স্টোরে সংবাদ সম্মেলন করে গানটির সঙ্গে প্রকাশ করা হয় এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন গাজী শুভ্র।

এই গানটির মধ্য দিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন মিউজিক লেবেল ‘রুটনোট প্রোডাকশনস্’। যার লক্ষ্য, বাংলাদেশ ও দেশের বাইরের সংগীতশিল্পীদের একত্র করে আন্তর্জাতিক মানের গান তৈরি ও উপস্থাপন করা।

গানটি নিয়ে উচ্ছ্বসিত পলাশ নূর। তিনি বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি হামিন আহমেদ এবং অসাধারণ প্রতিভাধর সৈয়দ জিয়াউর রহমান তুর্য তাদের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশাল আশীর্বাদ। এই গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরনো ও নতুনের সেতুবন্ধন একটি নতুন সংগীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।

রুটনোট প্রোডাকশনস্ এর পরিচালক ইমরান আসিফ বলেন, ‘সাধারণ একজন সঙ্গীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাদের নিজ স্বকীয়তা যোগ করতে। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গীটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে।’