সাধারণ মানুষের তুলনায় অভিনয়শিল্পীদের বরাবরই স্বাস্থ্য সচেতন থাকতে হয়। নিজেদের ফিটনেস নিয়ে খুবই সিরিয়াস থাকেন তারা। খাবার বাছাই থেকে শুরু করে শরীরচর্চা, সবকিছুই থাকে তাদের দৈনন্দিন জীবনের রুটিনে।
বিশেষ করে অভিনেত্রীরা শরীরের মেদ জমা নিয়ে একটু বেশিই মনোযোগী হন। স্লিম ফিগার ধরে রাখতে ডায়েট থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাবার এড়িয়ে চলার চেষ্টা করেন।
তবে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি কী সেসবের কিছুই মানছেন না? তেমনই প্রশ্নের সৃষ্টি হয়েছে সম্প্রতি এই নায়িকার এক ভিডিওকে কেন্দ্র করে।
বুধবার দিবাগত রাতে হঠাৎ করেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ‘আমার ফ্রিজ-এর আত্মকাহিনী’ ক্যাপশনে ওই ভিডিওতে নিজের ব্যবহৃত ফ্রিমধ্যরাতে পরী তার ফ্রিজ খুলে ভক্তদের দেখান, সেখানে মূলত কী কী রয়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরাও। পুরো ফ্রিজভর্তি বাহারি সকল মিষ্টির আইটেম। জের ভেতরকার চিত্র তুলে ধরেছেন অভিনেত্রী। মধ্যরাতে পরী তার ফ্রিজ খুলে ভক্তদের দেখান, সেখানে মূলত কী কী রয়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরাও। পুরো ফ্রিজভর্তি বাহারি সকল মিষ্টির আইটেম।