নাটোরে জাকির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার হালসা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে আট থেকে নয়জনের একটি মুখোশধারী ডাকাত দল সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার কর্মকর্তা জাকির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তার বাবা আইয়ুব আলী ও তার মাকে বেঁধে ফেলে। পরে ডাকাত দল একে একে চারটি কক্ষ তছনছ করে। এ সময় ঘরে থাকা প্রায় আট ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল আজ সকালে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে। জড়িত ডাকাতদের শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।