শুক্রবার , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

নৌপথে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোস্ট গার্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাংলাদেশ কোস্ট গার্ড আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নৌপথে চলাচলরত এক অসুস্থ শিশুকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দিয়ে প্রমাণ করেছে—মানবতার পাশে তারা সবসময় আছে।

বৃহস্পতিবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, বুধবার (৩০ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে কর্ণফুলী-৩ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পাঁচ বছর বয়সী এক অসুস্থ শিশু মো. সাইদুল ইসলাম ও তার বাবা-মা।

দুপুর ২টার দিকে গজারিয়ার নিকটবর্তী ষাটনল এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই সময় লঞ্চে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য স্টেশন কমান্ডার, পাগলা (নারায়ণগঞ্জ)-কে বিষয়টি অবহিত করা হয়।

পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। স্টেশন কমান্ডারের নির্দেশে টহলরত কোস্ট গার্ড বোট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে স্পিডবোটের মাধ্যমে বিসিজি স্টেশন পাগলায় নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটিও তার একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সবসময় নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানানো হয়।