সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে বাবাকে দাফনের ৫ ঘণ্টা না পেরোতেই হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার দাফনের পাঁচ ঘণ্টা না পেরোতেই ছেলেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুবরণ করা বাবার নাম আনার উল্যাহ (৬৮)। তার ছেলের নাম মাসুদ রানা। তার বয়স ৪৬ বছর।

আনার উল্যাহর ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা দীর্ঘদিন থেকে হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছিলেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বাবার দাফন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় ভাই মাসুদ রানা হার্ট অ্যাটাক করেন। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকায় নেয়ার জন্য রওনা দেয়া হয়। পথে দুপুর ২টার দিকে মাসুদ মৃত্যুবরণ করেন।

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাক করে মারা যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।