সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেপালের বিপক্ষে কত রান করলে ভালো, জানালেন সাকিব

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জুন, ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। কেননা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এমনকি এক পা দিয়ে রেখেছে সুপার এইট পর্বে। আগামীকাল নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচে কেমন ক্রিকেট খেলবে দল জানালেন তানজিম হাসান সাকিব।

সাকিব অবশ্য জানালেন এই মাঠে ১৫০ অনেক ভালো রান, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল। বল উঁচু-নিচু হলেও ব্যাট করা ভালো ছিল। ১৭০ রান লড়াকু সংগ্রহ হতো। নেপাল-দক্ষিণ ম্যাচে দেখলাম বল টার্ন করছে। সেক্ষেত্রে ১৫০ রানই এই উইকেটে ভালো। দুই দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলব, তাই আশা করছি ভালো রান করা সম্ভব।’

বাংলাদেশ নেপালের বিপক্ষে আক্রমণাত্বক ক্রিকেট খেলবে জানালেন সাকিব, ‘আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।‘

ক্যারিবিয়ান উইকেট প্রসঙ্গে সাকিব বলেন, ‘উইকেটে কিছু ঘাস আছে, একটু শক্ত মনে হলো। একই উইকেটে খেলা হলে বলতে পারতাম ব্যাটল অব স্পিন, কিন্তু আমরা খেলছি ফ্রেশ উইকেটে। স্বাভাবিক আচরণই আশা করব যতক্ষণ না প্রথম বল হচ্ছে। প্রথম বল দেখে হয়ত পিচ বুঝতে পারব। তার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, ইতিবাচক থাকছি।’

নেপালের সাথে ম্যাচ দিবারাত্রির সাকিব বললেন, ‘আমরা তো অনেক দিবারাত্রির ম্যাচ খেলেছি, এটা প্রথম না। সবার অভিজ্ঞতা আছে। দিবারাত্রির ম্যাচে ক্যাচ উঠলে হয়ত একটু মানিয়ে নেওয়া লাগে। আমাদের জন্য নতুন কিছু না।’