নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলায় জগন্নাথ কাঠি গ্রামের ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা কেন্দ্রের উদ্যোগে ২৮ ডিসেম্বর শনিবার ১১ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিধু ভূষণ দত্ত (বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক) তিনি সমাজের অসহায় মানুষের পাশে থাকার কথা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন, সঞ্চালক : এস এম ইমরান আজাদ আইনজীবী ও প্রতিষ্ঠাতা পরিচালক, ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশন) উপস্থিত ছিলেন,ডাক্তার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবা প্রতিষ্ঠানের সভাপতি, ড.রেবেকা সুলতানা রীভা ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা পরিচালক (SASK)তিনি উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন ।
ডাক্তার শামসুল হুদা ও আনজুমান আরা কেন্দ্রে সম্মানিত চিকিৎসক গন উপস্থিত ছিলেন, ডা: আশিক দত্ত বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ, শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ডা: প্রজ্ঞা লাবনী এম বি বি এস ( ঢাকা) শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল : বরিশাল, ডা: প্রমথ মন্ডল এম বি বি এস ( ঢাকা) শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল,ডা: সৌভিক সরকার এম বি বি এস, এফ সি পি এস (মেডিসিন)।
সম্মানিত চিকিৎসক ডাক্তার আশিক দত্ত বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও ডা: শামসুর হুদা আঞ্জুমান আরা সেবা কেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণ ও সেবা প্রদান করে যাচ্ছি ।