শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

নেছারাবাদে দুই নারীকে অমানুষিক নির্যাতন চার জনের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পিরোজপুরের নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আকলিমা(৫০) ও তাসলিমা (৬০) নামে দুই নারীর হাত বেধে অমানুষিক নির্যাতন কর হয়, পিরোজপুর-২ আসনের সাবেক সংদস্য অধ্যক্ষ শাহ আলম স্যারের ভাইজি জামাই মো: নজরুল সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গত ২২ ডিসেম্বর ভুক্তভোগী দুই নারীর মধ্য আকলিমা বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বাকি তিন আসামীরা হলেন, প্রধান আসামী নজরুলের বোন মোসাৎ: বতুল, মোসাৎ ইসরাত জাহান এবং ভাগনি মিরা। মামলার পর থেকে আসামীরা গাঢাকা দিয়েছেন।

পুলিশ বলছেন, নজরুলের সাথে এলাকায় অনেকের জমি নিয়ে বিরোধ রয়েছে।
গত ১৮ ডিসেম্বর উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি ২নং ওয়ার্ডে নজরুল ভুক্তভোগীদের জমির গাছ কেটে নিচ্ছিল।

খবর পেয়ে আকলিমা এবং তাসলিমা বাধা দিলে নজরুল তার দুই বোন এবং ভাগনিকে নিয়ে তাদের উপর প্রকাশ্য হামলা চালায়। এসময় নজরুল আকলিমার দুই হাত বেধে গাছের সাথে বেধে মারতে থাকে।

আকলিমার সাথে থাকা অপর বোন তাসলিমা এগিয়ে এলে তাকে নজরুল সহ মামলার বাকি তিন আসামীরা মারতে মারতে তার পরনের জামা খুলে ফেলে।
ভুক্তভোগী আকলিমা অভিযোগ, তাদের জমির রোপিত গাছ নজরুল কেটে নিচ্ছিল। এসময় তারা দুই বোন বাধা দেয়ায় তাদের অমানুষিকভাবে নির্যাতন করেছে।

ভুক্তভোগী অপর নারী তাসলিমার অভিযোগ, নজরুল ও তার বোনেরা আমাদের নির্মমভাবে মেরেছে। মারধরের একপর্যায়ে মামলার আসামী মিরা আমাদের সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তারা আমার বাবার জমি দখল করে খেতে চাচ্ছে। নজরুল বিগত ষোল বছর যাবত এলাকায় বেশ কয়েকজনের জমি দখল নিয়ে এসব কর্মকান্ড করে যাচ্ছে।