1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে - NEWSTVBANGLA
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যেই সংস্কার প্রস্তাব করেছি, এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সতর্ক করতে এসেছি। আপনাদেরকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এটিকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনরায় গঠিত হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের অতীতের শাসকরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য ব্যবস্থা কোনো ট্রায়াল অ্যান্ড ইরোর হওয়ার কথা ছিলো না। যারা দক্ষ ও যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া দরকার ছিল স্বাস্থ্য ব্যবস্থা কেমন হওয়া উচিত। তবে আমরা দেখেছি একটি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। অযোগ্যতা ও অব্যবস্থাপনার একটা ক্লাসিক এক্সাম্পল সেট করে দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, আমরা একটি ভালো শিক্ষা খাত ছিলাম, একটা ভালো নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা কথা দিচ্ছি সকলেই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইতিহাস করবো। যেই জালিমের শাসন ব্যবস্থা রয়েছে, সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা ইনসাফের শাসন ব্যবস্থা নিশ্চিত করব। সবার জন্য আমরা দায়-দরদের বাংলাদেশ গঠন করবো।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ প্রমুক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট