শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

নির্বাচনী রোডম্যাপ না থাকাটা দুঃখজনক ঢাকা পোস্টকে ফখরুল ফাইল ছবি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নির্বাচনী রোডম্যাপ না থাকাটা দুঃখজনক ঢাকা পোস্টকে ফখরুল
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে গতানুগতিক বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রোডম্যাপ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।
রোববার (১৭ নভেম্বর) ড. ইউনূসের ভাষণের পর ঢাকা পোস্টকে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘তিনি গতানুগতিক বক্তব্য দিয়েছেন উনার কাছে জাতি আশা করেছিলেন যেসংকট উত্তরণে একটি নির্বাচনী রোডম্যাপ হবে, সেটি জাতি দেখতে পায়নি। এটা দুঃখজনক।