শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

নিজেদের সমর্থকদের থেকেই দুয়ো শুনলো ব্রাজিল, যা বললেন রাফিনিয়া

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এই হাওয়াবদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল।হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা।

এই ম্যাচটি ছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট হতে পারেনি স্বাগতিক সমর্থকরা। ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের দুয়ো শুনতে হয়েছে নিজেদের সমর্থকদের কাছ থেকেই। অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ রাফিনিয়া।

দলের পারফরম্যান্সে তো বটেই, বেঞ্চে থাকা ফুটবলারদের নিয়েও মুগ্ধ এই উইঙ্গার। বার্সেলোনার এই উইঙ্গারের মতে, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আর জয়ের প্রত্যাশা পূরণ করতে না পারায় দর্শকদের এমন মনোভাবও বুঝতে পারছেন তিনি।

রাফিনিয়া বলেন, ‘আমার মনে হয়, দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য। কারণ, আমার তো মনে হয়, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।’

‘আজকে যারা খেলেছে, সবাইকে নিয়ে আমি গর্বিত। এমনকি যারা বেঞ্চে ছিল, তাদেরকে নিয়েও। (কাঙ্ক্ষিত) ফলাফল পাওয়ার জন্য যা কিছু করা সম্ভব, সবকিছুই আমরা করেছি। ভালো ফুটবলের অনেক কিছুই আমরা খেলেছি এবং মাথা উঁচুই রাখতে পারি আমরা।’-যোগ করেন তিনি।