রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজ ফাগ্লুনী হোসেন তীমার সন্ধান চায় পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ফাগ্লুনী হোসেন তীমা নামের একজন মেয়ে নিখোঁজ হয়েছেন। তার বয়স ১৫ বছর। মাতার নাম নাছিমা হোসেন। গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট । নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো ছাই রঙয়ের থ্রি-পিস।

তার পরিবার জানিয়েছে, গেল ৩১ জানুয়ারি ২০২৩ খ্রি. সকাল অনুমান ৯:৩০ টায় তীমা আদাবরের বাসা নং ৪৩, মনসুরাবাদ এলাকার নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মাতা। যার তারিখ-০২/০২/২০২৩ খ্রি.।

ফাগ্লুনী হোসেন তীমার সন্ধান পেলে আদাবর থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮৮৬) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।