রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদী হাসান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বগুড়া সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় শিশুরটির পাশের বাড়ি থেকে মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় তাহমিনা (৩১) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত মাহদী হাসান সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার শফিকুলের ছেলে। আর আটক তাহমিনার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

মাহদী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। বেলা ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এক নারীকে আটক করেছি। তাকে থানায় নিয়ে এসেছি।