শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জাবি শিবিরের

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস তৈরিসহ ৪১টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে জাবি শাখা ইসলামী ছাত্রশিবির।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি, সেক্রেটারি মহিবুর রহমান মুহিব ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি। লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রাফি ও সেক্রেটারি মুহিব।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ছাত্রী হলগুলোর নিরাপত্তা জোরদার ও সাউন্ডপ্রুফ করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ছাত্রী হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষার্থী-বান্ধব আচরণের মাধ্যমে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। হলগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের ব্যবস্থাও করতে হবে।

নেতারা আরও বলেন, পোশাকের কারণে যেন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বা ক্যাম্পাসে বুলিং বা বডি শেমিংয়ের শিকার না হন, তা নিশ্চিত করতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে যৌন নির্যাতনবিরোধী সেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগ সমাধানের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন; স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের বিচার; ১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা; জাকসু, হল সংসদ ও বিভাগভিত্তিক শিক্ষার্থী সংসদ নির্বাচন; হল দখল ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার; ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখাসহ মোট ৪১টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।