নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যান্য কয়েকটি জেলার ন্যায় বুধবার ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলাকেও ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
এ উপলক্ষে জেলার ৬ উপজেলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ৪র্থ ধাপে জেলার ৩৪ টি স্পটে নির্মাণ করা আরও ৪৫৯ জন গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হলো নরসিংদীর ৬ উপজেলা।
আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে দুই শতক জমির দলিলসহ সেমিপাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।
তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে তিন ধাপে নির্মাণ করা ৭০২ ঘরসহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসেছেন জেলার মোট ১ হাজার ১৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।