নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাফিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উদয় (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিন মাধবদীর উত্তরবিধানপুর গ্রামের মৃত কাদির গাজীর ছেলে। অন্যদিকে আহত উদয় একই গ্রামের জসিম মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী রাফিনের মৃত্যু হয়। অন্যদিকে তার সাথে থাকা উদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একজন নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।