সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নববধূকে অপহরণে বিয়ের আসরে তরবারি নিয়ে গেলো যুবক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মে, ২০২৪

অভিযুক্ত যুবকের নাম কালু ইলিয়াস সেলিম খান। সে বিয়ের আসরে হামলা চালানোর আগে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে ওই তরুণীর সম্মানহানি করেছে। তারপরও যখন তার বিয়ে হয়ে যাচ্ছিল, তখন সে সরাসরি গিয়ে নববধূ ও তার বাবা-মাকে মারধর করেছে।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত কালু ইলিয়াস ও তার সঙ্গী জোধা, সামীর এবং শাহরুখ ওই তরুণীর বাড়িতে যায়।

যখন নববধূ প্রতিবাদ করে তখন এই কালু এবং তার দলবদল তার পরিবারের ওপর হামলা করে। এই হামলায় নববধূর বাবার পা এবং ভাইয়ের হাত ভেঙে যায়। এছাড়া তার মাকেও ব্যাপক মারধর করা হয়।

হামলাকরীর তরবারি এবং লোহার রড নিয়ে সেখানে গিয়েছিল। পরিবারের সদস্যদের ওপর হামলার পর ইলিয়াস কালু তরুণীকে টেনে হিঁছড়ে বাড়ি থেকে বের করে ফেলে।

যখন তরুণী ও তার পরিবার চিৎকার শুরু করে তখন সাধারণ মানুষ সেখানে জড়ো হয়। তবে সাধারণ মানুষকেও হামলাকারীরা হুমকি দিতে থাকে। কিন্তু যখন ভিড় বাড়তে থাকে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তরুণীর পরিবার ছাড়াও তার স্বামীর বাড়ির পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে যায়।

প্রথমে পুলিশ কোনো অভিযোগ নিতে চায়নি। তবে পরবর্তীতে এক হিন্দু নেতার অনুরোধে পুলিশ অভিযোগ গ্রহণ করে।