সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারে বই পড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নওগাঁর “সাপাহার বই পড়া  ও চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের আয়োজনে (সদরের লাবনী সুপার মার্কেটে অবস্থিত নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারে) এসব প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সাপাহার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার বলেন,বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোকপাত করে অধীক জ্ঞান অর্জনের লক্ষ্যে ভাষার মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে লাইব্রেরীতে বসে দিবসটি সম্পর্কে জানানো  হয়। মূলতঃ একাডেমিক পড়া লেখার পাশাপাশি বাড়তি সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন। তিনি আরোও জানান যে, এসব বিষয়ে সার্বিক সহযোগিতা করেন নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারের রুপকার আজাদ চৌধুরী। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, ও সকল শিক্ষিকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।