সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর সাপাহারে সাবেক সচিব মরহুম এম মহবুবউজ্জামানের স্মরণ সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মার্চ, ২০২৪

নওগাঁর সাপাহারে সাবেক মন্ত্রীপরিষদ সচিব মরহুম এম. মহবুবউজ্জামানের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫ টায় সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে মহবুবউজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে উপজেলার উন্নয়নের রূপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির অন্যতম পথিকৃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এম. মহবুবউজ্জামানের স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহবুবউজ্জামান স্মৃতি পরিষদের আহবায়ক ইসমত এনামুল হক।

এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমূখ।

শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও জামান নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।