সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় আব্দুল কাদের নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৪৫) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে। তিনি পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, মান্দা উপজেলার জয়বাংলা মোড়ের দক্ষিণে ফতেপুর এলাকায় অবস্থিত তামান্না কোল্ড ষ্টোরেজে আব্দুল কাদের আলু মজুত রেখেছিলেন। ওই হিমাগার থেকে আলু উত্তোলনের জন্য বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পথে শাখা রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ (ভটভটি) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দূর্ঘটনার পর নিহতের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।