বুধবার , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁর মহাদেবপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

মহাদেবপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে দৈনিক গণমুক্তি  পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পত্রিকাটির মহাদেবপুর উপজেলা প্রতিনিধি এস এম শামীম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ,সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো:আইনুল ইসলাম,ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ওয়াসিম আলী, মেহেদী হাসান, মকলেছুর রহমান, অহিদুল ইসলাম, মাহবুবুজ্জামান সেতু, এস এ উজ্জল, আব্দুল্লাহ আল ওয়াদুদ, রফিকুল ইসলাম রফিক এবং সুমন কুমার বুলেট প্রমূখ।
এসময় অতিথিরা  পত্রিকার উত্তর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।