ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে ডা. এম. আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের ভাটারা থানার নন জিআর শাখার উপ-পরিদর্শক মো. মোস্তফা হোসেন জানান, আসামি মুজতবা আলীকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, ধামাকা ই-কমার্স দ্বারা প্রতারিত ভুক্তভোগীরা শনিবার রাত সোয়া ৮ টার দিকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। অনুসন্ধানক্রমে এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজার তথ্য পাওয়া যায়। এছাড়া আরও পর্যালোচনা করে দেখা যায়, আসামি মুজতবা আলীর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ভুক্তভোগীরা তাকে আটকের পর সেই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় চরম উত্তেজনা বিরাজমান। এমতাবস্থায় তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।