সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধামরাই কুল্লা ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ধামরাই কুল্লা ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন আহমেদ, স্টাফ রিপোর্টার ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৬৮) এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার(১৪ মার্চ) বেলা দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ধামরাইয়ের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ। ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাত নেই, হয়তবা পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে।ময়নাতদন্তের রির্পোট এলে মৃতের কারন জানা যাবে।