বুধবার , ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে প্রকাশ্য সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবী স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গেছিলো তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপরে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২বছর মেম্বার সে কখনো কোন অন্যায় কাজে জড়িত ছিলনা, কোন ভেজালে যায়না। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবেনা তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব?

এনাম মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইজাজ বলেন, বিকেল সোয়া তিনটার দিকে বাবুল হোসেন নামে একজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তাঁর ইসিজি করে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকান্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।