ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছেন। তারা কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।
রবিবার (১৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় মানিকগঞ্জগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন (২৮)। তারা দুই জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা ছুটি শেষে পোশাক শ্রমিক বাবুল ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তারা ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছলে মানিকগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ রূপল দাশ বলেন, খবর পেয়ে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।