বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ মার্চ, ২০২৫

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ বলেন, আজ সকাল ১০টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম। এ সময় সাইদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে আমাদের ওপর হামলা করে পালিয়ে যেতে গেলে স্থানীয় লোকদের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দিই।

মিরানা ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের বোনদের ধর্ষণের বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছিলাম। বিক্ষোভ মিছিলেই এক যুবক আমাদের উত্ত্যক্ত করে জয়বাংলা স্লোগান দিতে বলেছে। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এর বিচার চাই। আমরা নিরাপত্তা চাই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এক যুবক আমাদের কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।