রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দ্বিতীয় বহরে ইংল্যান্ডের পথে মিরাজরা, লিটন কোথায়?

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মে, ২০২৩

সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাননি তামিম ইকবালরা। গতকাল (রোববার) দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন পাঁচ ক্রিকেটার। এবার দ্বিতীয় বহরে আজ সকালে দলের বাকি সদস্যরা উড়াল দিলেন। বহরে ছিলেন মেহেদী হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা।

আজ (১ মে) সকালে ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জাতীয় দলের দ্বিতীয় বহর। এর আগে প্রথম ভাগে গতকাল যায় পাঁচ ক্রিকেটার এবং কোচিং স্টাফ।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফেরা লিটন দাস দলের সঙ্গে দ্বিতীয় বহরে লন্ডন যাননি। জানা গেছে, আগামী ৩ মে তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানও পরে যোগ দেবেন।

লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।