সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশের ৩৩ লাখ মানুষ এখনও করের আওতার বাইরে : অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জুন, ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সারা দেশে মোট ১ কোটি ১৬ লাখ মানুষের কর প্রদানের সক্ষমতা থাকলেও প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করের আওতার বাইরে রয়েছে।
জাতীয় সংসদে আজ টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য হাজী মোহাম্মদ সেলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
মুস্তফা কামাল বলেন, জনগণকে করের আওতায় আনতে অনেকগুলো কারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কারণগুলো হলো- আয়কর বিভাগে পর্যাপ্ত জনবলের অভাব, সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে এখন আয়কর অফিস প্রতিষ্ঠিত না হওয়া, কর দিতে সক্ষম জনগোষ্ঠীর কর প্রদানে অনীহা, করের ভিত্তি সম্প্রসারিত না হওয়া এবং আয়কর বিভাগে অটোমেশন কার্যক্রম সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া।