শনিবার , ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

দু’বছর বয়সী কন্যাকে হারালেন আফগান ব্যাটার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আফগানিস্তানের ক্রিকেট মহলে শোকের ছায়া। দু’বছর বয়সী কন্যাকে হারালেন আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দিয়েছেন।

পারিবারিক দুর্ঘটনার কথা জাজাই নিজে কাউকে জানাননি। দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।
জানাত সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘সবার মতো আমিও অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। এই কঠোর সময়ে ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পাক ওরা। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’ ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলেও জায়গা পাননি তিনি।