সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুই যুগে যুগান্তর: আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিঠুর উদ্যোগে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন খান বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলাম অত্যন্ত ভালো ও অনেক বড় মনের মানুষ ছিলেন। আমার রাজনৈতিক জীবনে অর্থাৎ যখন আমি ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। তখন তিনি আমাদের দুই থেকে তিনটি ইফতার পার্টির দায়িত্ব নিয়েছিলেন। তার দূরদর্শিতার কারণেই আজ যুগান্তর পত্রিকাটি ভালো একটি অবস্থানে রয়েছে। যুগান্তর পত্রিকা আজ সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে ও অসংখ্য পাঠক নিয়ে দেশের মিডিয়া জগতে শীর্ষ স্থানে জায়গা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বেপজার আদমজী মসজিদের হাফেজ মো. ওয়ালিউর রহমান।