সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে সিডিডি’র উদ্যোগে মানুসিক অসুস্থ্য ব্যক্তিদের জন্য স্বাস্থ্য সেবা বিষয়ক হেলথ ক্যাম্পের উদ্বোধন করলেন অতিরিক্ত সচিব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

৩১ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সিডিডি’র বাস্তবায়নে কেয়ারারস এন্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্টের আওতায় মানসিক অসুস্থ্য ব্যক্তির পরিচর্যাকারী (কেয়ারার) স্বাস্থ্য সেবা বিষয়ক হেলথ ক্যাম্প ও মানসিক অসুস্থ্য ব্যক্তিদের জন্য স্বাস্থ্য সেবা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ-ঢাকা’র উপ-সচিব মোঃ শওকত হোসেন ও দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন সেডিডি’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ ময়নুল ইসলাম।

এছাড়া স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগের কম্পিউটার অপারেটর মীর দুলাল হোসেন। সারাদিনব্যাপী ১২০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাইক্রাইটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হোসেন শাহ ও ডাঃ শান্তি প্রিয়া পূজা হাঁসদা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিডিডি’র ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু ও সিডিডি দিনাজপুরের ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়।