জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতামত উপেক্ষিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা। এ প্রতিবাদে তারা সোমবার (০৪ জুলাই ২০২৫) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন-উর রশিদ হিমেল। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, কেন্দ্রীয় মানবসম্পদ ও কর্মসংস্থান সম্পাদক মোসাদ্দেক হোসেন, বিরল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক হোসেন, রেজাউল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখে সরকারের পক্ষ থেকে প্রকাশিত জুলাই সনদের খসড়ায় ঐতিহাসিক আন্দোলনগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদের আত্মত্যাগ, নিরাপদ সড়ক আন্দোলন, হেফাজতে ইসলামের ৫ মে’র হত্যাকাণ্ড, ডাকসু নির্বাচন, মোদীবিরোধী আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার লড়াইগুলোর কথা খসড়ায় উপেক্ষিত রয়েছে।
নেতারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রকৃত অংশীদার সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটি বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে খসড়া প্রকাশ করা হয়েছে। এতে করে আন্দোলনের সার্বিক ইতিহাস বিকৃত হয়েছে বলে দাবি করেন তাঁরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে যেন ২০১৮-এর কোটা সংস্কার আন্দোলনসহ ছাত্র-জনতার পূর্ববর্তী সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবি জানানো হচ্ছে।
তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়, বরং এটি দেশের সাধারণ জনগণ ও সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফল।