চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০:৩০ মিনিট এর সময় দামুড়হুদা উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক ও সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব (ইউএনও) তিথী মিত্র । আরও উপস্থিত ছিলেন কমিশনার ভূমি জনাব কে এইচ তাসফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন আরও উপস্থত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির , এবং ছাত্র প্রতিনিধি আজহানুল ইসলাম সোহান আহব্বায়ক দামুড়হুদা রাশেদ হাছান সদস্য স্বচীব ও রাকিব হাসান মুখ্য সংগঠক দামুড়হুদা ।
আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা প্রেসক্লাব দামুড়হুদা শাখার সভাপতি শামসুজ্জোহা পলাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন-অর-রশিদ ।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে ও মহিলা বিষয়ক কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।
বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।