সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাউদকান্দিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

কুমিল্লা জেলার দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে থানা প্রাঙ্গনে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো: রকিব উদ্দিন, সাধারণ সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন ও সাংবাদিক ওমর ফারুক মিয়াজী।

ওপেন হাউজ ডে এর আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় পরিবহন মালিক, চালক, হেলপার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।