সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দল বাঁচাতে কিংবদন্তি কোচের অবসর ভাঙাতে চায় ইতালি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ক্লদিও রানেয়েরি। নামটা শুনলেই ফুটবল ভক্তদের চোখে চলে আসে একজন নিখুঁত ইতালিয়ান ভদ্রলোকের ছবি। গোল ফ্রেমের চশমা। মাথায় অর্ধেকটা টাক আর সাদা চুল অনেকটা। কোট কিংবা ওভারকোট গায়ে জড়িয়ে ডাগআউটে শান্ত চলাফেরা। আর অবশ্য ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মহাকাব্য।

যে দলটা ছিল অবনমনের দ্বারপ্রান্তে। তাদেরকেই চ্যাম্পিয়ন করিয়েছেন রানিয়েরি। ইতালিয়ান এই কোচের পুরো ক্যারিয়ারই অবশ্য ছিল এমন। খাদে পড়া দলগুলোকে বারবার বাঁচিয়েছেন তিনি। সবশেষ যার উদাহরণ ছিল এএস রোমা।

ইতালিয়ান এই ক্লাবটি ছিল রেলিগেশন জোনে। অবসর ভেঙে ৭৩ বছর বয়সে অর্ধেক মৌসুমের জন্য রোমার কোচ হন রানিয়েরি। এরপর রোমা মৌসুম শেষ করে ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে। মৌসুম শেষে ফের কোচিং পেশাকে বিদায় বললেন রানিয়েরি। রোমা তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় হুয়ান গ্যাস্পারেনিকে।

কিন্তু, রানিয়েরিকে এবার ডাকছে তার দেশ ইতালি। চারবারের বিশ্বকাপ জেতা দলটা গত দুই বিশ্বকাপ খেলতেই পারেনি। এবারেও প্রথম ম্যাচে হেরে চলে গিয়েছে নড়বড়ে অবস্থানে। যে কারণে ছাঁটাই হতে হয়েছে কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে। আর তার বদলে ইতালি পেতে চাইছে ক্লাদিও রানিয়েরিকে।

ইতালির একাধিক গণমাধ্যমের ভাষ্য, ইতালিয়ান ফুটবল ফেডারেশন খুব করে চাইছে আরেকবার অবসর ভাঙিয়ে রানিয়েরিকে কোচিং পদে ফেরাতে। কিন্তু, রানিয়েরি এরইমাঝে রোমায় নতুন দায়িত্ব নিয়েছেন। ‘ম্যানেজার এন্ড অ্যাডভাইজর টু ঔনারশিপ’ ভূমিকায় রোমা ক্লাবের পরামর্শক হিসেবে কেবলই যোগ দিয়েছেন তিনি। এর মাত্র একদিনের মাথায় পদ ছাড়েন স্প্যালেত্তি।

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও জানিয়েছেন, রোমা ছাড়তে চাইছেন না ক্লাদিও রানিয়েরি। ৭৩ বছর বয়সে এসে আরেকবার অবসর ভাঙার পরিকল্পনা নেই তার। বরং নিজ শহরের ক্লাব রোমাতেই পরামর্শকের ভূমিকায় খুশি তিনি। তবে ইতালিও হাল ছাড়ছে না। অভিজ্ঞ এই কোচকে জাতীয় দলে টানার জন্য বেশ কাঠখড় পোড়াচ্ছে তারাও।

শেষ পর্যন্ত ক্লাদিও রানিয়েরি রাজি না হলে অন্য কোচ খুঁজতে হবে ইতালিকে। সেই তালিকায় স্টিফেন পিওলি, জেনারো গাত্তুসো কিংবা ফ্যাবিও ক্যানাভারোর নাম সামনে এনেছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।