রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিন কলেজ সংঘাত : ন্যাশনাল মেডিকেলে আহত ৩০ শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়ে ৩০ জন শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর মোল্লা কলেজের সামনে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

আহতরা সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজনের নামপরিচয় পাওয়া গিয়েছে।

তারা হলেন- নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮), রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৪), সজিব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮)।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ  বলেন, এখন পর্যন্ত আহত হয়ে ৩০ জন এসেছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।