সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রান কেন্দ্র তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার (৩ ফেব্রয়ারি ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর
এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এস,এম জিয়া উদ্দিন টিপু,সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন,সাবেক সহকারী অধ্যাপক সত্যজিং রায় তোতা,প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব,ভারপ্রাপ্ত মেয়র বাবুল খাঁ,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী,তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, তাহেরপুর কামিল মাদ্রাসার উপাধক্ষ এস,এম আকরাম,তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুস ছামাদ প্রমুখ।

উল্লেখ্য,তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় হতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৮৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।