রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তামিল অভিনেত্রীর মরদেহ উদ্ধার হোটেল রুম থেকে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মার্চ, ২০২৩

গত বিশ্ব ভালোবাসা দিবসে সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এর এক মাস না পার হতেই রহস্যজনক মৃত্যু হয় অভিনেত্রীর।

সম্প্রতি ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাত্র ২৫ বছরে বয়সে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। এ ছাড়াও মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কীভাবে এই ঘটনা ঘটল সেই রহস্য ঘনীভূত হচ্ছে।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর। তার পর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।